হলদিয়ার পানীয় জলের সমস্যা মিটল
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : দীর্ঘদিন ধরেই যে পানীয় জলের সমস্যা ছিল মঙ্গলবার থেকে সমাধান হল। হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অধীনেই ২০৪ নম্বর বুথের অন্তর্গত ভবানীপুর গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরেই সেখানে পরিশ্রুত পানীয় জলের আকাল ছিল। এলাকাবাসীর
হলদিয়া'তে পানীয় জলের সমস্যা মিটল ভবানীপুরে


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : দীর্ঘদিন ধরেই যে পানীয় জলের সমস্যা ছিল মঙ্গলবার থেকে সমাধান হল। হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অধীনেই ২০৪ নম্বর বুথের অন্তর্গত ভবানীপুর গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরেই সেখানে পরিশ্রুত পানীয় জলের আকাল ছিল। এলাকাবাসীর সেই সমস্যা এদিন থেকে আর থাকল না। হলদিয়া পুরসভার সাহায্যে গভীর নলকূপের উদ্বোধন হয়েছে। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এবং সকলকে মিষ্টি বিতরণের মধ্য দিয়েই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্বোধক হলদিয়া পুরসভার কার্যনিবাহী অফিসার সেখ জুলফিকার আলি। তৎসহ হলদিয়া পুরসভার অনান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভবানীপুর উত্তর পল্লী গ্রাম কমিটির সভাপতি অর্নব দেবনাথ, সম্পাদক উত্তম নাথ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। ভবানীপুর উত্তরপল্লী গ্রাম কমিটির সভাপতি অর্নব দেবনাথ বলেন, গ্রামবাসীদের দাবি মেনেই জলের সমস্যা দূর করার জন্য হলদিয়া পুরসভার পুরপ্রশাসক'কেও গ্রামবাসীদের পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande