মহেশতলা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : শিয়ালদহ - বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে মঙ্গলবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ প্রথম আগুন লাগে ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এক জুতোর দোকানে। সেখান থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একের পর এক দোকানে। প্রায় ১৫-১৬ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল জামাকাপড়, খেলনা, চায়ের দোকান এবং নানা ধরনের স্টল।
আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অপেক্ষমান ট্রেনের যাত্রীরা l সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। আগুনের দাপটে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে সীমিত আকারে ট্রেন চালানো শুরু হয় শিয়ালদাহ মাঝেরহাট স্টেশনের মধ্যে , যদিও দুপুরের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল l
স্থানীয়দের অভিযোগ , দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে। যদিও দমকল কর্মীদের দাবি, সংকীর্ণ রাস্তার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। দমকল প্রাথমিকভাবে মনে করছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দোকানগুলির ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও সন্তোষপুর স্টেশনে একই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল, সেবারও প্ল্যাটফর্ম লাগোয়া দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মাথায় হাত। পুজোর মুখে দোকান ভস্মীভূত হওয়ায় ক্ষতির অঙ্ক কয়েক লক্ষ টাকায় গিয়ে পৌঁছবে বলে আশঙ্কা।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা