নলহাটিতে ২৫ কেজি গাঁজা সহ ৪ জন গ্রেফতার
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : বীরভূম জেলার রামপুরহাট মহকুমার পুলিশের অভিযানে গাঁজা পাচারের সময় এক মহিলা সমেত মোট ৪ জন ধৃত। ঘটনায় প্রকাশ, মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেখ মোহাম্মদ আলি – এর যৌথ নেতৃত্বেই প
বীরভূমের নলহাটিতে গাঁজা সমেত ধৃত ৪ জন


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : বীরভূম জেলার রামপুরহাট মহকুমার পুলিশের অভিযানে গাঁজা পাচারের সময় এক মহিলা সমেত মোট ৪ জন ধৃত। ঘটনায় প্রকাশ, মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেখ মোহাম্মদ আলি – এর যৌথ নেতৃত্বেই পুলিশের অভিযানে মিলল বড় ধরনের সাফল্য। ঘটনায় প্রকাশ, গোপন সূত্রেই খবর আসে। এর ভিত্তিতেই সোমবার গভীর রাতে নলহাটি আজিমগঞ্জ রেলগেট সংলগ্ন তেঁতুলতলা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হানা। ২৫ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় হাতেনাতে মোট ২৫ কেজি গাঁজা সহ চারজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যেই একজন মহিলা রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে - ধৃতদের মধ্যে সুমন কর্মকার ও নিশা সাহানি, দুজনের বাড়ি বীরভূমের আহমদপুরে। বাকি দুজনের মধ্যে আসগর সেখ নলহাটি থানার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও নলহাটি থানার দিহা কয়গড়িয়া গ্রামে বাড়ি খাইরুল আলমের। রাতের অন্ধকারে তারা বাসস্ট্যান্ড চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সোমবার সন্দেহ হতেই পুলিশ সেই সময় তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ২৫ কেজি গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, ধৃতেরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের এদিন তাদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে নলহাটি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande