কাস্তে কবি, দিনেশ দাসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : ''কাস্তে কবি'' নামেই অধিক পরিচিত দিনেশ দাস। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। উল্লেখ্য, ১৯১৩ সালে আজকের দিনে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এই উপলক্ষে এদিন নবদ্বীপ কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র থেকে তাঁর প্রত
কাস্তে কবি দিনেশ দাসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : 'কাস্তে কবি' নামেই অধিক পরিচিত দিনেশ দাস। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। উল্লেখ্য, ১৯১৩ সালে আজকের দিনে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এই উপলক্ষে এদিন নবদ্বীপ কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এক স্মরণ সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই কবিতা লেখা শুরু করেন ও সময়কালে তখন জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে। একদিকে মাস্টারদার অস্ত্রাগার লুন্ঠন, অন্যদিকে গান্ধীজির লবণ সত্যাগ্রহ। কবিও তখন সত্যাগ্রহী। এরপর বিপ্লবীদের দলে যোগদান। ১৩৫০ এর মন্বন্তর, ১৯৪২ এর ভারত ছাড়ো, সব কিছুই উঠে আসে তাঁর রচিত কবিতায়। অপ্রতিরোধ্য কলমের লেখনি'তেই - আজীবন মানুষের কথা যেমন বলেছেন, তেমন মানুষেরও পাশে থেকেছেন বরাবর।কবির সেই জীবন ও সাহিত্য কীর্তি নিয়েই এদিন আলোচনা করেন পীতম ভট্টাচার্য। তাঁর রচিত কবিতার আবৃত্তিতে - গোপা কর্মকার, তিতলী মহাজন, রাধিকা সাহা, অনঙ্গমঞ্জরী বসাক, সৃজা চক্রবর্তী, সর্বজিৎ মুখার্জী প্রমুখ অংশ নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande