রেওয়ারি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লি-জয়পুর জাতীয় সড়কে হরিয়ানার রেওয়ারি জেলার বাণীপুর চক সংলগ্ন এলাকায় কেমিক্যাল ট্যাঙ্কার উল্টে গেছে। মঙ্গলবার সকালে কেমিক্যাল-ভর্তি একটি ট্যাঙ্কার উল্টে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় একটি গাড়ি পুড়ে যায়, গাড়িতে থাকা চার যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই পুড়ে মারা যান, অপর দু’জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্যাঙ্কারটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। কেমিক্যাল ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। ঠিক সেই সময় জাতীয় সড়কে দিয়ে যাওয়া একটি গাড়ি আগুনের গ্রাসে আসে। গাড়ির যাত্রীরা ছিলেন দিল্লির বাসিন্দা সঞ্জীব আগরওয়াল (৪১) এবং উত্তর প্রদেশের গাজিয়াবাদের অংশু মিত্তল (৫৪) যারা ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।
ঘটনার পর ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য