বিজনৌর, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌর জেলায় আতঙ্কের অবসান। মঙ্গলবার বাঘ অবশেষে খাঁচায় বন্দি হল । বাঘের আক্রমণে এক মহিলা ও এক শিশুর প্রাণহানি হয়েছিল। ফলে নাজিবাবাদসহ আশপাশের গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
এদিন বন বিভাগের এক আধিকারিক জানান, বাঘটিকে ধরতে বন দফতরের দশটি দল ৩৬টিরও বেশি খাঁচা ও ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল। অবশেষে বাঘটি খাঁচায় আটকা পড়ার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন। প্রসঙ্গত, বিগত ১৪ সেপ্টেম্বর বাঘের হামলায় ৩৬ বছরের মীরা দেবীর মৃত্যু হয়। এর আগে একটি শিশুকেও সে শিকার করেছিল। এরপর থেকেই গ্রামবাসীরা দিনেও দলবেঁধে বের হতেন আর রাতে পাহারায় থাকতেন। বাঘ ধরা না পড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ডিএফও দফতরে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ দেখান। এরপর বাঘটি ধরা পড়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য