চেন্নাই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ু ভোটের দিকে চোখ রেখে একটি নতুন ভিডিও বাজারে ছেড়েছে টিভিকে। অভিনেতা বিজয়ের এই নতুন রাজনৈতিক দল তাদের এআই নির্মিত ভিডিওয় দেখিয়েছে, বিজয়ের বিজয় কামনা করছেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, ডিএমকে-র প্রতিষ্ঠাতা আন্নাদুরাই। ভিডিওয় এও দেখানো হয়েছে, বর্তমান ডিএমকে-র সমালোচনা করছেন আন্নাদুরাই। ডিএমকে-র তরফে অবশ্য এই ভিডিওকে ‘সস্তা কৌশল’ বলে বর্ণনা করা হয়েছে। তাদের দাবি, রাজ্যের মানুষ সবই দেখছেন, সবই বুঝছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ