মালদা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের সদস্যর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এবার প্রতিবাদ মিছিল বার হয়। রাস্তায় নামেন তৃণমূলেরই শতাধিক কর্মী-সমর্থকেরা।
মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় রীতিমতো হাতে দলের ঝান্ডা নিয়ে মালদা মানিকচক রাজ্য সড়কে মিছিল করেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। তাঁদের অভিযোগ, গত রবিবার অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেনিয়া গ্রামে গুলিবিদ্ধ আতিমুল মোমিন নামে এক ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় তৃণমূলের নির্বাচিত সদস্য মাইনুল শেখের ছেলে শাহিদ শেখকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যদিও শাহিদ গত দুমাস ধরে মালদায় নেই। এই মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েই এদিন বিক্ষোভ দেখানো হয়।
পাশাপাশি স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র পুলিশ ও প্রশাসনের কাছেও জমা দেওয়ার কথা জানিয়েছেন। তাদের দাবি, প্রকৃত যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত