অক্সিজেন থাকলেও মাস্ক নেই, হাওড়া মেট্রো স্টেশনে সরকারি কর্মীর মৃত্যু
হাওড়া, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): অক্সিজেন নেওয়ার মাস্ক ছিল না। শুধু সিলিন্ডার পড়েয়ছিল। অভিযোগ, হাওড়া মেট্রো স্টেশনে এই অবস্থায় শুশ্রূষার সুযোগ না পেয়ে মারা গেলেন এক যাত্রী। মঙ্গলবার সকাল ৯টা ৩০ নাগাদ ত্রিবেণী থেকে লোকাল ট্রেনে হাওড়া স্টেশন এসে মেট্
অক্সিজেন থাকলেও মাস্ক নেই, হাওড়া মেট্রো স্টেশনে সরকারি কর্মীর মৃত্যু


হাওড়া, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): অক্সিজেন নেওয়ার মাস্ক ছিল না। শুধু সিলিন্ডার পড়েয়ছিল। অভিযোগ, হাওড়া মেট্রো স্টেশনে এই অবস্থায় শুশ্রূষার সুযোগ না পেয়ে মারা গেলেন এক যাত্রী।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ নাগাদ ত্রিবেণী থেকে লোকাল ট্রেনে হাওড়া স্টেশন এসে মেট্রো ধরে বিদ্যুৎ ভবনের দিকে যাচ্ছিলেন রাজ্য সরকারের কর্মী বিশ্বজিৎ পাকরাশি (৫১)। কিন্তু বিদ্যুৎ ভবনের ঠিক আগেই, হাওড়া মেট্রো স্টেশনের লিফটের সামনে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে পড়ে যান প্ল্যাটফর্মেই।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী সঞ্জয় চক্রবর্তী। তিনি জানান, “আমি চেঁচিয়ে সাহায্য চাইছিলাম, কিন্তু মেট্রো কর্মীরা প্রথমে কিছুই করেননি। অন্তত ১৫ মিনিট পরে একটা ঘরে নিয়ে গেলেও সেখানে অক্সিজেন মাস্ক ছিল না। শুধু সিলিন্ডার পড়ে ছিল”।

সঞ্জয়বাবুর বক্তব্য, “অ্যাম্বুল্যান্সের কোনও ব্যবস্থা ছিল না। বাধ্য হয়ে একটি প্রাইভেট গাড়ি ডেকে বিশ্বজিৎবাবুকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে প্রায় ৪৫ মিনিট কেটে গিয়েছে। হাসপাতালে চিকিৎসক জানান, পথেই মৃত্যু হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande