কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): এসএসকেএম হাসপাতালে হাড়ের ব্যাংক হচ্ছে। হবে কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করতে এসে এ কথা জানান।
এদিন তিনি বলেন, পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে এসএসকেএম-এ। আস্তে আস্তে আমাদের কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে। এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের দ্বিতীয় সংস্করণ আরও ভালো করা হয়েছে।
উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড। কম খরচে বড় বড় হাসপাতালের মত সমস্ত সুবিধা পাওয়া যাবে। এখানে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে। ক্রিটিকাল রোগীদের জন্য ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক থাকছে। রোবোটিক সার্জারি হবে এখানে। সরকারি হাসপাতালে এই ধরনের পরিষেবা এই প্রথম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত