পুরুলিয়ায় রাতে ব্যাঙ্কের সাইরেন বাজায় শোরগোল
পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): সোমবার রাতে হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বাজতে থাকায় মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। ঘটনাটি ঘটে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স
পুরুলিয়ায় রাতে ব্যাঙ্কের সাইরেন বাজায় শোরগোল


পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): সোমবার রাতে হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বাজতে থাকায় মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। ঘটনাটি ঘটে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের বিপরীতে থাকা পুরুলিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে।

জানা যায়, রাতে হঠাৎ সাইরেন বাজার আওয়াজ শুনে পথচলতি মানুষজন ব্যাঙ্কের সামনে ভিড় করেন। তৎক্ষণাৎ পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ আধিকারিক ও দমকল বিভাগের কর্মীরা। ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেওয়া হলে তিনি এসে ব্যাঙ্কের ফটক খুললে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেজে উঠেছিল ওই সাইরেন।

এই বিষয়ে ওই ব্যাঙ্কের এক প্রাক্তন কর্মী বলেন, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ব্যাঙ্কের ভিতর থেকে আসা সাইরেনের আওয়াজ পেয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি আসেন। এরপর টাউন থানার পুলিশ ও দমকলের কর্মীরা ভিতরে ঢুকে দেখেন যান্ত্রিক ত্রুটির ফলে এই সাইরেনে বাজছে। তাঁরা সাইরেনের সংযোগ ছিন্ন করে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande