এমএলএস: দুই ম্যাচ হারার পর মেসির গোলে জয়ে ফিরল মায়ামি
ফ্লোরিডা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। বুধবার ভোরে লিগে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল মেসির দল। ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে। লিগ কাপে এই সিয়াটেলের বিরুদ্ধেই ৩-০ গোল
এমএলএস: দুই ম্যাচ হারার পর মেসির গোলে জয়ে ফিরল মায়ামি


ফ্লোরিডা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। বুধবার ভোরে লিগে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল মেসির দল। ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে। লিগ কাপে এই সিয়াটেলের বিরুদ্ধেই ৩-০ গোলে হেরেছিল মায়ামি। এবার সেই ম্যাচের প্রতিশোধ নিল মেসি সুয়ারেজেরা।

বুধবার সিয়াটেলের বিরুদ্ধে লড়াই করেই জিতেছে মায়ামি। বল দখলের লড়াইয়ে সিয়াটেল থেকে মায়ামি কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে দুই দলই ছিল সমান সমান। ম্যাচের প্রথম গোলটা আসে আলবার পা থেকে ১২ মিনিটে। মেসির পাস থেকে গোল করেন প্রাক্তন এই স্প্যানিশ ডিফেন্ডার। দ্বিতীয় গোলটিও আসে এই জুটি থেকেই। এবারের গোলস্কোরার লিওনেল মেসি। এই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান মেসি । এই গোলটি ছিল মেসির কেরিয়ারে ৮৮০তম গোল।

দ্বিতীয় হাফের ৫২ মিনিটে মায়ামির হয়ে আবার গোল করেন ইয়ান ফ্রে। ৬৯ মিনিটে অবশ্য একটি গোল শোধ করেন সিয়াটেলের ভার্গাস। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মায়ামি। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে ইন্টার মায়ামি। অপরদিকে, ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে সিয়াটেল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande