ভারত অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ : মেঘওয়াল
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ভারত দেশের নাগরিকদের অবৈধ ও ভুয়ো ব্যবসার বিরুদ্ধে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নতুন দিল্লিতে চোরাচালান ও ভুয়ো ব্যবসার বিরুদ্ধে আন্দোলন-এর ১১ তম সংস্
অর্জুন রাম মেঘওয়াল


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ভারত দেশের নাগরিকদের অবৈধ ও ভুয়ো ব্যবসার বিরুদ্ধে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নতুন দিল্লিতে চোরাচালান ও ভুয়ো ব্যবসার বিরুদ্ধে আন্দোলন-এর ১১ তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক জিএসটি সংস্কার সকল অংশীদারদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনেছে।

ফিকি আয়োজিত এই অনুষ্ঠানে আইন ও বিচার মন্ত্রকের প্রাক্তন সচিব পি কে মালহোত্রা বলেন, অবৈধ বাণিজ্য অগ্রগতি আমাদের ব্যয় বৃদ্ধি করে এবং আমাদের ভাগ করা উন্নয়ন লক্ষ্য থেকে দূরে সরে যায়। তিনি বলেন, দেশ ২০৪৭ সালের মধ্যে ত্রিশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা করে, অবৈধ বাণিজ্য এই রূপান্তরমূলক প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande