(আপডেট) বাগডোগরায় আইনজীবীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য
দার্জিলিং, ১৮ সেপ্টেম্বর (হি.স.) রাঙাপানি রেললাইনে বৃহস্পতিবার এই মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়! স্থানীয়রাও মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও জিআরপি। জানা গিয়েছে, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প
(আপডেট) বাগডোগরায় আইনজীবীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য


দার্জিলিং, ১৮ সেপ্টেম্বর (হি.স.) রাঙাপানি রেললাইনে বৃহস্পতিবার এই মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়! স্থানীয়রাও মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

ঘটনাস্থলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও জিআরপি। জানা গিয়েছে, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন মৃত অরুণ মিশ্র। মৃতের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লীতে। কীভাবে মৃত্যু হল, তা নিয়ে বাড়ছে রহস্য। মৃতদেহ দেখে প্রথমে বোঝা যায়নি। পরে চেনা যায়। স্থানীয় বাসিন্দা রতন রায়ের মৃতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। রতনবাবু বলেন, মাঝে মাঝে তিনি ফোন করতেন। কী হয়েছে, কীভাবে মৃত্যু বলতে পারব না”। অন্যদিকে, পরিচিত আর এক আইনজীবীর দাবি, ‘সরকারি আইনজীবী ছিলেন তিনি। পুলিশ এসেছে। ভাল স্বভাবের মানুষ ছিলেন। উনি আত্মহত্যা করবেন তা বিশ্বাসযোগ্য নয়। পুলিশ বিষয়টা দেখছে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande