রায়পুর, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবার উপর্যুপরি অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর এই অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কংগ্রেস জনসমর্থন হারিয়ে ইস্যুহীন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও ঘটনা কংগ্রেসের অনুকূলে হলে কংগ্রেস প্রশ্ন তোলে না, বিপরীতে গেলেই প্রশ্ন তোলে। এটাই কংগ্রেসের সংস্কৃতি। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন রাজিম–রায়পুর মেমু ট্রেন উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই ট্রেন চালু হওয়ায় প্রতিদিন ছত্তিশগড়ের হাজার হাজার মানুষের যাতায়াতে সুবিধা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য