‘আমাদের পাড়া, আমাদের সমাধান’—প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে রাজ্য
কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): সরকারি পরিষেবার বিষয়ে ভিন্ন ধারণা তৈরি করতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্সমূচি শুরু করেছে রাজ্য সরকার। চিহ্নিত সমস্যার সমাধানে টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন। অর্থ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলা
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’—প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে রাজ্য


কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): সরকারি পরিষেবার বিষয়ে ভিন্ন ধারণা তৈরি করতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্সমূচি শুরু করেছে রাজ্য সরকার। চিহ্নিত সমস্যার সমাধানে টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন।

অর্থ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার।

প্রকল্পের মূল বিষয় হল, বুথস্তরে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা বলবেন। সেই মতো প্রতি বুথের ছোটখাটো সমস্যা চিহ্নিত করে বুথ প্রতি ১০ লক্ষ টাকা দেবে রাজ্য। নভেম্বর পর্যন্ত সেই কর্মসূচি চলার কথা। রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি। ইতিমধ্যে এক চতুর্থাংশের বেশি বুথে শিবির হয়ে গিয়েছে। এ বার শুরু হল টাকা ছাড়া।

গত ২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাজের সমাধান’ কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৪ হাজারের কাছাকাছি শিবির হয়েছে। সেই শিবিরগুলি থেকে যে যে সমস্যা উঠে এসেছে, তার মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে যা যা সমাধান করা যায়, তা চিহ্নিত করাও হয়ে গিয়েছে বেশ কিছু বুথে। তেমন বুথের জন্য জেলাভিত্তিক টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande