শিলিগুড়িতে বিশেষ 'স্পর্শ' কর্মশিবিরে উপস্থিত সেনাপ্রধান
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর ( হি.স.): শিলিগুড়ির বেংডুবি সামরিক ঘাটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ''স্পর্শ'' বার্তা কর্মসূচী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) । পিআইবি-র তরফে জানানো হয়েছে, ''কন্ট্রোলার অফ ডিফেন্স একা
শিলিগুড়িতে বিশেষ 'স্পর্শ' কর্মশিবিরে উপস্থিত সেনাপ্রধান


শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর ( হি.স.): শিলিগুড়ির বেংডুবি সামরিক ঘাটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো 'স্পর্শ' বার্তা কর্মসূচী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, 'কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্টস' আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। প্রায় ২০০০-এরও বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। জেনারেল চৌহান অনুষ্ঠানে উপস্থিত লাভ্যার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বলেন, ভারতীয় সেনা সবসময় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পাশে থাকে, এবং সরকার ও সেনা তাদের যেকোন সমস্যা গুরুত্ব সহকারে সামাধান করে থাকে। কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্টস হিমাংশু শঙ্কর জানান, আজকের কর্মসূচীতে প্রায় আটশো-র বেশি সেনাকর্মী ও তাদের পরিবার লাভবান হয়েছেন। বিভিন্ন কারণে এখনো পর্যন্ত যে সমস্ত পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি, এই স্পর্শ কর্মসূচীর মাধ্যমে সেগুলির সমাধান করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande