অবৈধ বালি উত্তোলনে নদী ভাঙন, আতঙ্কে কুঠিরডাঙা
দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অবৈধ বালি উত্তোলনের জেরে অন্ডালের কুঠিরডাঙায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে দামোদরে। ভরা বর্ষার জলে নদীর গতিপথ বদলে গ্রাস করছে পাড়। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনের জেরে ইকো পার্ক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র
অবৈধ উপায়ে বালি উত্তোলনের জের,  অন্ডালে দামোদরের গ্রাসের মুখে কুঠীরডাঙা, আতঙ্কে গ্রামবাসী, ক্ষোভ চন্দনার


দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : অবৈধ বালি উত্তোলনের জেরে অন্ডালের কুঠিরডাঙায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে দামোদরে। ভরা বর্ষার জলে নদীর গতিপথ বদলে গ্রাস করছে পাড়। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনের জেরে ইকো পার্ক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ও শিব মন্দির বিপদের মুখে পড়েছে। এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। বৃহস্পতিবার তিনি বলেন, অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ না হলে আরও ভয়াবহ বিপর্যয় ঘটবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অবৈধ বালি পাচার রুখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও ভূমি রাজস্ব দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, পরিবেশ আইন লঙ্ঘন করে নদীর বুক চিরে রাস্তা তৈরি করায় আজ ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande