ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকর্মা পুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শিলিগুড়ি জেলার খড়িবাড়ি বাজারে এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, উত্তম ও বিশ্ব
ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত


শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকর্মা পুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শিলিগুড়ি জেলার খড়িবাড়ি বাজারে এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, উত্তম ও বিশ্বজিৎ দাস নামে দুই ভাই খড়িবাড়ি থানা সংলগ্ন বাজারে একটি দর্জির দোকানের মালিক ছিলেন। বুধবার রাতে উত্তম নামে এক ভাই তার দোকানে কাজ করার পর ঘুমাতে যান। রাত ২টার দিকে বিকট শব্দে ঘুম থেকে উঠে দেখেন তার ভাইয়ের দোকানে আগুন লেগেছে। কিছু বোঝার আগেই আগুন তার দোকানে ছড়িয়ে পড়ে। তিনি বেঁচে গেলেও লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে নকশালবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এবং খড়িবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুজোর জন্য অর্ডার করা পোশাক সহ অনেক জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগের মতে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ইতিমধ্যে, ব্যবসায়িক কমিটি ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande