মালদা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ঘরেতে ঢুকেছিল বন্যার জল। বৃহস্পতিবার সকালে সেই ঘরেই চৌকির উপর তিন বছরের দিদির সঙ্গে খেলাধুলা করছিল বছর দেড়েকের শিশু। খেলার সময় আচমকা চৌকি থেকে পড়ে গিয়ে ঘরের মধ্যেই জলে ডুবে মৃত্যু হল ওই দেড় বছরের শিশুর। এদিন সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের বন্যা কবলিত ভূতনির হীরানন্দপুর পঞ্চায়েতের উত্তর নন্দীটোলা গ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম সুমিত মণ্ডল। জানা গিয়েছে, ওই ঘটনাটি যখন ঘটে তার আগে বাড়ির কাছেই রেশন আনতে গিয়েছিলেন তার মা। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা। এ নিয়ে গত দু'দিনে ভূতনিতে বন্যার জলে ডুবে তিনজনের মৃত্যু হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ