‘সাগর তলে শুবর মন...’, সেই কামনাই যেন পূর্ণ হলো জুবিনের, শোক প্রকাশ অগপর
গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সুরেলা কণ্ঠে গেয়েছিলেন ‘সাগর তলে শুবর মন’ (সাগরের নীচে শোয়ার ইচ্ছা)। সেই কামনাই যেন আজ পূৰ্ণ হলো অসমের হার্টথ্রব জুবিন গার্গের। অজস্ৰজনকে শোকসাগরে ভাসিয়ে মাত্র ৫২ বছর বয়সে পরপারে চলে গেছেন কিংবদন্তি সংগীত-তারকা, চিত্
জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ অগপর


গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সুরেলা কণ্ঠে গেয়েছিলেন ‘সাগর তলে শুবর মন’ (সাগরের নীচে শোয়ার ইচ্ছা)। সেই কামনাই যেন আজ পূৰ্ণ হলো অসমের হার্টথ্রব জুবিন গার্গের। অজস্ৰজনকে শোকসাগরে ভাসিয়ে মাত্র ৫২ বছর বয়সে পরপারে চলে গেছেন কিংবদন্তি সংগীত-তারকা, চিত্রপরিচালক, প্রযোজক জুবিন গাৰ্গ।

জনপ্ৰিয় সংগীতশিল্পী জুবিন গাৰ্গের মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছে অসম গণ পরিষদ (অগপ)। দলের এক শোকবাৰ্তায় বলা হয়েছে, হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গের অকাল বিয়োগে অসম গণ পরিষদের প্ৰত্যেক সদস্য শোকাহত৷ বাকরুদ্ধ অসমের জনগণ৷

এই শোকের সময় জুবিনের পরিবার, বন্ধু, অনুরাগীদের দুঃখ সহন করার শক্তি দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে দল৷ অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, কাৰ্যনির্বাহী সভাপতি কেশব মহন্তের পাশাপাশি দলের প্ৰত্যেক সদস্য শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande