জুবেন গর্গের প্রয়াণে ব্যথিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (৫২)। সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আ
জুবেন গর্গের প্রয়াণে ব্যথিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (৫২)। সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্কুবা ডাইভিং রাইডেই দুর্ঘটনার কবলে পড়েন অসমের এই জনপ্রিয় গায়ক। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

জুবিনের মৃত্যুতে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, খেলো ইন্ডিয়া গায়ক আর নেই! আমরা হারিয়েছি এক মায়াবী কণ্ঠস্বর এবং বহুমুখী ব্যক্তিত্বকে। জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার চিরসবুজ গান আগামী প্রজন্মের জন্য প্রতিভাবান শিল্পীদের অনুপ্রাণিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande