যুদ্ধে অর্জিত জয় সমগ্র দেশের সম্মিলিত সংকল্পের ফলাফল : রাজনাথ সিং
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার ১৯৬৫ সালের যুদ্ধের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে সাউথ ব্লকে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রবীণদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় প্রত
রাজনাথ সিং


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার ১৯৬৫ সালের যুদ্ধের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে সাউথ ব্লকে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রবীণদের সঙ্গে মতবিনিময় করেছেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত নিজস্ব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভাগ্যবান ছিল না। আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করেছি, এর একটি উদাহরণ হল অপারেশন সিঁদুর। আমরা পহেলগামের ভয়াবহ ঘটনাগুলি ভুলে যাইনি এবং যখনই আমরা সেগুলি স্মরণ করি, আমাদের হৃদয় ভারী হয়ে ওঠে এবং আমাদের মন ক্রোধে ভরে যায়।

রাজনাথ সিং আরও বলেছেন, কোনও যুদ্ধ কেবল যুদ্ধক্ষেত্রেই লড়া হয় না, বরং যুদ্ধে অর্জিত বিজয় সমগ্র দেশের সম্মিলিত সংকল্পের ফল। ১৯৬৫ সালের সেই কঠিন সময়ে, যখন চারিদিকে অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জ ছিল, লাল বাহাদুর শাস্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ সেই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল। শাস্ত্রীজি সেই যুগে কেবল সিদ্ধান্তমূলক রাজনৈতিক নেতৃত্বই প্রদান করেননি, বরং সমগ্র দেশের মনোবলকেও উচ্চ উচ্চতায় উন্নীত করেছিলেন। তিনি একটি স্লোগান দিয়েছিলেন যা আজও আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়, 'জয় জওয়ান, জয় কিষাণ'।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande