কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও দেখা নেই বৃষ্টির। অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও।
পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হচ্ছে না। উল্টে বাড়ছে গরমের অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা