
বার্সিলোনা, ১০ জানুয়ারি (হি.স.) : মরসুমের প্রথম এল ক্লাসিকোতে গত বছরের শেষভাগে মুখোমুখি হয়েছিল তারা। লা লিগার সেই ম্যাচে বার্সিলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের শুরুতে আবারও রবিবার দেখা হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।
সৌদি আরবের জেদ্দায় হচ্ছে স্প্যানিশ সুপার কাপের নকআউট পর্বের শেষভাগ। প্রথম সেমিতে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে ফাইনালে পা রেখেছে বার্সা। পরের দিন দ্বিতীয় সেমিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বার্সার সঙ্গী হয়েছে রিয়াল।
এই নিয়ে টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সিলোনা ও রিয়াল। গত মরসুমের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সা।
গত ১৫ বছরে রিয়াল ও বার্সা ছাড়া এই ট্রফি জিততে পারেনি আর তৃতীয় কোনও দল। এবারও এই শিরোপা থাকছে রিয়াল অথবা বার্সা যেকোনও একজনের ঘরেই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি