
মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.) : রবিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং তার জায়গায় দলে ডাকা হবে ধ্রুব জুরেল, ঘোষণা করেছে বিসিসিআই।
ভদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ওয়ানডে সেটের প্রাক্কালে নেটে অনুশীলন করার সময় পন্থ চোট পান।
বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “শনিবার বিকেলে ভারতের অনুশীলন সেশনের সময় নেটে ব্যাট করার সময় ঋষভ পন্থ তার ডান পাশের পেটের অংশে হঠাৎ অস্বস্তি অনুভব করেন।”
তাকে তাৎক্ষণিকভাবে এমআরআই স্ক্যানের জন্য নেওয়া হয়েছিল এবং বিসিসিআই মেডিকেল টিম তার ক্লিনিকাল এবং রেডিওলজিক্যাল ফলাফল নিয়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে।পন্থ-এর সাইড স্ট্রেইন (অবলিক মাসল টিয়ার) ধরা পড়েছে এবং পরবর্তীতে তাকে ওয়ানডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে।
জানা গেছে প্রচণ্ড আঘাতের কারণে আঘাতটি সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে ।
বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বের জন্য বেঙ্গালুরুতে উত্তর প্রদেশ দলের সঙ্গে থাকা জুরেলকে ডাকা হয়েছে। ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে রয়েছেন, সাত ইনিংসে দুইশত ও চারটি অর্ধশতক সহ ৫৫৮ রান করেছেন। ভিএইচটি লিগ পর্যায়ে তিনি লিস্ট এ ক্রিকেটে তার সর্বোচ্চ রান, অপরাজিত ১৬০ রান করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি