
কলকাতা, ১৫ জানুয়ারি ( হি. স.)- বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে নিশানা করলো কংগ্রেস। কংগ্রেস নেত্রী অলকা লম্বা অভিযোগ করেন, সংসদে মনরেগা, কৃষি আইন ও ভূমি অধিগ্রহণ নিয়ে কোনও গঠনমূলক আলোচনা হচ্ছে না। মনরেগা বন্ধ হলে দেশের উন্নয়ন থমকে যাবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে এসআইআর প্রসঙ্গে ভোট চুরির অভিযোগ তুলে বলেন, বাংলা ভাষায় কথা বললেই “বাংলাদেশি” তকমা দেওয়া চলবে না। বাংলার ভাষা ও সংস্কৃতিকে অপমান করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন।
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে মহিলা কংগ্রেস লড়াই চালাবে। মহিলা কংগ্রেসের পক্ষ থেকে “দুর্গা বাহিনী” গঠনের ঘোষণা করা হয়। নতুন মহিলা সভাপতি শ্রাবন্তী রায় জানান, তিন বছর ধরে মনরেগার টাকা না আসা এবং চা বাগানের মহিলাদের বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নামবে কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়