
গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : আগামী শনিবার ১৭ জানুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দশ হাজার বড়ো শিল্পী সম্মিলিতভাবে পরিবেশেন করবেন ‘বাগরুম্বা’ নৃত্য।
আজ বৃহস্পতিবার সরুসজাই স্টেডিয়ামে বাগরুম্বা নৃত্যের মহড়া পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা দফতরের মন্ত্রী বিমল বরা। তিনি জানান, ১৭ জানুয়ারি গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘বাগরুম্বা দহৌ’ অনুষ্ঠানটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করবে। সম্মিলত এই নৃত্য পরিবেশন বিশ্ব মঞ্চে অসমের বড়ো সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করবে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্ত্রী বিমল বরা জানান, ঐতিহাসিক এই অনুষ্ঠানে দশ হাজারের বেশি বড়ো নৃত্যশিল্পী একসঙ্গে ঐতিহ্যবাহী বাগরুম্বা পরিবেশন করবেন। মন্ত্রী আরও বলেন, এই নৃত্যের মাধ্যমে বড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যেমন পরম্পরাগত সংগীত, পোশাক ও অলঙ্কার বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, এই অনুষ্ঠানটি অসম সরকারের সুদূরপ্রসারী সাংস্কৃতিক প্রচার উদ্যোগের অংশ, যার লক্ষ্য রাজ্যের আন্তর্জাতিক পরিচিতি আরও প্রসারিত করে পর্যটনকে উৎসাহিত করা। অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে রাজ্যের ২৩টি জেলায় বড়ো জনগোষ্ঠীয় শিল্পীদের নিয়ে ব্যাপক প্রস্তুতি ও প্রশিক্ষণ শিবির পরিচালনা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস