
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা এসেছেন উত্তরপূর্ব ভারতে বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন ড. শর্মা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা।
বিমানবন্দর থেকে ড. হিমন্তবিশ্ব শর্মা আগরতলায় একটি তারকাখচিত বেসরকারি হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এর পর তিনি গোমতী জেলার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন। অসম সরকারের প্রকাশিত সরকারি কর্মসূচি অনুযায়ী, মন্দিরে পূজা ও সন্ধ্যা আরতিতে অংশ নেন ড. হিমন্তবিশ্ব। মন্দিরে তাঁকে অভ্যর্থনা জানান বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ বিজেপি-র স্থানীয় নেতৃবৃন্দ। আগরতলা থেকে ড. হিমন্তবিশ্ব শর্মার সাথে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছেন ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও।
উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের দর্শন ও প্রার্থনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, অসম বিধানসভার যদি আজ নির্বাচন অনুষ্ঠিত হয়, তা-হলে ভারতীয় জনতা পার্টি বিপুল জয় লাভ করবে। ড. শর্মা বলেন, গত পাঁচ বছরে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রায় সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। যার জন্য রাজ্যজুড়ে জনসন্তুষ্টি তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘উন্নয়ন এবং জাতির পরিচয় রক্ষা, এই দুই স্তম্ভের ওপর দাঁড়িয়ে অসমে আমাদের শাসনব্যবস্থা চলছে। আজকের রাজনৈতিক পরিস্থিতি বিজেপি-র প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।’
অসম সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, অসমে প্ৰায় ১.৬ লক্ষ যুবক-যুবতীকে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ায়, দুর্নীতিমুক্তভাবে মেধার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধ দখল থেকে প্রায় দুই লক্ষ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অসমে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলেও দাবি করেছেন হিমন্তবিশ্ব।
ত্রিপুরা সফরকে তিনি সম্পূর্ণ ধর্মীয় বলে উল্লেখ করে বলেন, এটি কোনও রাজনৈতিক সফর নয়। তবে সফরকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সঙ্গে সাক্ষাতের কথাও তিনি নিশ্চিত করেছেন।
অসমের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আমার সম্পূর্ণ মনোযোগ এখন অসমের দিকে। কারণ অসমে শীঘ্রই বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে। এ মুহূর্তে ত্রিপুরার রাজনীতি নিয়ে ভাবছি না। অসমের নির্বাচনই আমার প্রধান অগ্রাধিকার।’
মন্দির দর্শন শেষে ড. হিমন্তবিশ্ব শর্মা আগরতলায় ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার বাসভবনে বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। তবে এই সফরের কোনও রাজনৈতিক তাৎপর্য নেই বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। দলের এক প্রবীণ নেতা জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং আসন্ন টিটিএএডিসি নির্বাচন বা জোট সংক্রান্ত কোনও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। সফর শেষে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ড. হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটির উদ্দেশ্যে যাত্ৰা করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ