

হাওড়া, ১৫ জানুয়ারি ( হি. স.)- বৃহস্পতিবার রেল যাত্রীদের মধ্যে টিকিট সংক্রান্ত নিয়ম মানা এবং রেলের নিয়ম কঠোরভাবে কার্যকর করতে হাওড়া স্টেশনে বিশেষ অভিযান করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। এই অভিযানের মূল লক্ষ্য ছিল টিকিটবিহীন যাত্রা রোধ, রাজস্ব ফাঁকি বন্ধ করা এবং সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল রেল পরিষেবা নিশ্চিত করা।এই বিশেষ অভিযানে ৩৫ জন টিকিট পরীক্ষক (টিটিই) এবং ২ জন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সদস্য অংশ নেন। সমন্বিতভাবে স্টেশনের বিভিন্ন অংশে নজরদারি চালানো হয়।অভিযান চলাকালীন মোট ৪৪৬টি টিকিট সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান রাজস্ব সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং যাত্রী পরিষেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়