হিন্দুদের রক্ষাকর্তা, হুমায়ূন কবীরের পোস্ট নিয়ে বিতর্ক
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ১৮ জানুয়ারি, (হি স)। কোনো হিন্দুকে মালদা মুর্শিদাবাদ থেকে চলে যেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। এই পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্ক উস্কে দি
হিন্দুদের রক্ষাকর্তা, হুমায়ূন কবীরের পোস্ট নিয়ে বিতর্ক


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ১৮ জানুয়ারি, (হি স)। কোনো হিন্দুকে মালদা মুর্শিদাবাদ থেকে চলে যেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। এই পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্ক উস্কে দিয়েছে Mr. বাঙালি নামধারী একজনের পোস্ট। রবিবার বেলা সওয়া ১০টা পর্যন্ত এই পোস্টে প্রতিক্রিয়া ও পোস্ট হয়েছে যথাক্রমে ৭৮৯ ও ৩৬৭।

Mr. বাঙালি লিখেছেন, মালদা মুর্শিদাবাদের হিন্দুদের দায়িত্ব নিলেন। তিনি লিখেছেন, “হুমায়ূন মানে টা কি? তাহলে কি ধীরে ধীরে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে হিন্দুরের দায়িত্বে এরা থাকবে? তারা ঠিক করে দেবে হিন্দুরা কোথায় থাকবে কোথায় যাবে? কি বোঝাতে চাইছে?”

‘ভয়েস অফ পিপল’-এর স্ক্রিনশট দিয়ে ওই পোস্টে লেখা হয়েছে, “একটা জেলাতে হিন্দুরা মাইনোরিটি হতেই কিরকম বাং!লাদেশী দের মতো কথা বার্তার ধরন হয়ে যাচ্ছে। কিরকম বাং!লাদেশের মতো আচরণ শুরু করেছে!”

প্রতিক্রিয়ায় সুতীর্থ সরকার লিখেছেন, “যতদিন না সমগ্র পশ্চিমবঙ্গ লুঙ্গিশূন্য দেখতে পাবো ততদিন শান্তি নেই”। কুমারেশ কুমার লিখেছেন, “কেবল শুরু হয়েছে, ঘুমাতে থাকুন।” স্বরূপ বৈরাগী লিখেছেন, “মুর্শিদাবাদ এর বাপের সম্পত্তি যে দায়িত্ব নেবে।” অরূপ মল্লিক লিখেছেন, “মালদা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা হাতের বাইরে বেরিয়ে গেছে।” নিশীথ বিমল রাণা লিখেছেন, “বিড়াল যখন মাছের দায়িত্ব নেওয়ার শপথ করে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande