সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে গ্যাস লিক, কাঁকসায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ
পশ্চিম বর্ধমান, ১৮ জানুয়ারি (হি.স.): সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার ফলে যান চলাচল বন্ধ করে দেওয়া হল ১৯ নম্বর জাতীয় সড়কে। রবিবার সকালে পশ্চিম বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসার বিরুডিহার কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের ক
সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে গ্যাস লিক, কাঁকসায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ


পশ্চিম বর্ধমান, ১৮ জানুয়ারি (হি.স.): সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার ফলে যান চলাচল বন্ধ করে দেওয়া হল ১৯ নম্বর জাতীয় সড়কে। রবিবার সকালে পশ্চিম বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসার বিরুডিহার কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের কাছে একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা থেকে গ্যাস নিয়ে পানাগড়ে যাওয়ার পথে গ্যাস লিক হতে শুরু করে। ঘটনাস্থলের কাছেই রয়েছে বায়ুসেনার ছাউনি। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দু'ঘণ্টা পরে ওই সংস্থার বিশেষজ্ঞ এসে সমস্যা মেটালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande