সুন্দরবনের মাতলায় তলিয়ে নিখোঁজ এক পর্যটক
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জানুয়ারি, (হি স)। সুন্দরবনে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে কুলতলি থানার অন্তর্গত মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। নিখোঁজ ওই ব্যক্তি গড়িয়া থেকে আসা একটি পর্যটক দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গড়িয়া
সুন্দরবনের মাতলায় তলিয়ে নিখোঁজ এক পর্যটক


দক্ষিণ ২৪ পরগনা, ১৮ জানুয়ারি, (হি স)। সুন্দরবনে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে কুলতলি থানার অন্তর্গত মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। নিখোঁজ ওই ব্যক্তি গড়িয়া থেকে আসা একটি পর্যটক দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গড়িয়া থেকে মোট ২২ জনের ওই পর্যটকদল গত ১৬ জানুয়ারি সুন্দরবন ভ্রমণে আসে। নির্ধারিত সূচি অনুযায়ী দলের সদস্যরা বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি মাতলা নদীর উপর নৌকাতেই রাত্রিযাপন করছিলেন। শনিবার গভীর রাতে নদীতে নৌকার উপর অবস্থান করার সময় আচমকাই পা পিছলে মাতলা নদীতে পড়ে যান এক পর্যটক।

সঙ্গীরা নদীতে তল্লাশি শুরু করেন। রাতভর খোঁজাখুঁজি চালানো হলেও নিখোঁজ পর্যটকের কোনও সন্ধান পাওয়া যায়নি। নদীর স্রোত এবং অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হয় বলে জানা গিয়েছে।

অবশেষে রবিবার সকালে ওই পর্যটক দলের সদস্যরা কুলতলি থানায় এসে নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। পাশাপাশি, নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande