এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে বাসন্তীতে রাস্তা অবরোধ, স্তব্ধ যান চলাচল
বাসন্তী, ১৯ জানুয়ারি (হি.স.): এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙ্গনখালি এলাকা
এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে বাসন্তীতে রাস্তা অবরোধ, স্তব্ধ যান চলাচল


বাসন্তী, ১৯ জানুয়ারি (হি.স.): এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙ্গনখালি এলাকায় রাজ্য সড়কের উপর টায়ার ও খড় জ্বালিয়ে পথ অবরোধ করে চলে প্রতিবাদ। দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। জরুরি কাজেও বহু মানুষ গন্তব্যে পৌঁছতে পারেননি বলে অভিযোগ। এই বিক্ষোভের জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

সোমবার সকাল থেকে হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। যে এলাকায় অবরোধ করা হয়, সেখানকার অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু। তাঁদের অভিযোগ, বেছে বেছে তাঁদেরই এসআইআর-এর নোটিস ধরানো হচ্ছে। তাঁরা একাধিক নথি জমা দেওয়ার পরও শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande