
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আগামী দু'দিনে উষ্ণতা আরও অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও। তবে শীত একেবারে উধাও হচ্ছে না। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের হালকা রেশ বজায় থাকলেও, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে।
মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ক্রমশ বাড়বে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে যেতে চলেছে। সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট বজায় রাখবে কুয়াশা। ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচদিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ