‘ফরেনসিক এনে দলের নথি চুরি, এফআইআর হবে,’ হুঁশিয়ারি মমতার
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : ”ফাঁকা অফিসে ফরেনসিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নথি চুরি’র অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ার
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : ”ফাঁকা অফিসে ফরেনসিক নিয়ে এসে ল্যাপটপ থেকে নথি চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নথি চুরি’র অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তাঁর।

তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা বলে চিহ্ণিত ‘আই প্যাক’-এর কর্ণধার প্রতীক জৈন, এবং আই প্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া হয়েছে। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি। বিস্ফোরক এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার প্রশ্ন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande