রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি মেল, তৎপর প্রশাসন
কলকাতা, ৭ জানুয়ারি ( হি. স.)- রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো একটি ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনে পৌঁছয় ওই হুমকি মেল। মেলে রাজ্যপাল আনন্দ বোসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রে
রাজ্যপাল


কলকাতা, ৭ জানুয়ারি ( হি. স.)- রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো একটি ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনে পৌঁছয় ওই হুমকি মেল। মেলে রাজ্যপাল আনন্দ বোসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।ঘটনার পর রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।তবে এই হুমকি মেলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে। তিনি স্পষ্টভাবে বলেন, “শুক্রবার আমি নিরাপত্তা ছাড়াই বাইরে বেরোব। বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande