১২-১৩ জানুয়ারি ভারত সফরে জার্মান ফেডারেল চ্যান্সেলর, বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): আগামী ১২-১৩ জানুয়ারি ভারত সফরে আসছেন জার্মান ফেডারেল চ্যান্সেলর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র ম
১২-১৩ জানুয়ারি ভারত সফরে আসছেন জার্মান চ্যান্সেলর, বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে


নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): আগামী ১২-১৩ জানুয়ারি ভারত সফরে আসছেন জার্মান ফেডারেল চ্যান্সেলর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ ১২-১৩ জানুয়ারি ভারত সফরে আসবেন। এটি হবে চ্যান্সেলর মের্জের ভারতে প্রথম সরকারি সফর।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতা ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন, যা সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে। তাঁদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা, সবুজ ও সুস্থায়ী উন্নয়ন এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোকপাত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande