
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং প্রতিমা মণ্ডল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে ধর্ণা দেওয়ার সময় মহুয়া বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে, এমন কখনও ঘটেনি যে কোনও সরকার অন্য দলকে লুট করার জন্য নিজস্ব সংস্থাগুলি ব্যবহার করেছে। বিরোধীদের তথ্য নেওয়া, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং নথি লুট করা - এটি নজিরবিহীন। গতকাল, ইডি-কে আইপ্যাক অফিসে পাঠানো হয়েছিল; তারা ছয় বছরের পুরনো কোনও কয়লা তথ্য পাবে না। মহুয়া আরও বলেন, আমাদের মামলা হাইকোর্টে গিয়েছে। ইডি আমাদের কাছ থেকে নেওয়া তথ্য ব্যবহার করতে পারবে না। তাদের অবশ্যই তা ফেরত দিতে হবে। আমরা হাইকোর্ট এবং জনসাধারণ উভয়ের কাছেই আবেদন করছি।
ধর্ণা দেওয়ার সময় আটক করে নিয়ে যাওয়ার সময় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, দিল্লি পুলিশ গুন্ডা। এখানে কোনও গণতন্ত্র নেই। শুধু দেখুন তারা আমাকে কীভাবে তুলে নিয়ে যাচ্ছে। তারা পশ্চিমবঙ্গে হেরে যাচ্ছে, যে কারণে তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে। তারা আমাদের প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল। দেখুন তারা আমাকে কীভাবে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় পড়ে যায় ডেরেক ও'ব্রায়েন। তিনি এক পুলিশ আধিকারিককে বলেন, মিস্টার মনোজ কুমার সিং, আমি জানি এটা আপনার দোষ নয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যদের হয়ে কাজ করছেন। দয়া করে আমার সাংসদকে স্পর্শ করবেন না। তার পা ইতিমধ্যেই আহত। তাকে হাসপাতালে নিয়ে যান। দয়া করে তাকে হাসপাতালে নিয়ে যান। ডেরেক ও'ব্রায়েন বলছেন, আমাদের কেন আটক করা হচ্ছে? এটা দেখুন। আপনারা দেখছেন অমিত শাহের দিল্লি পুলিশ কী করছে। আপনারা দেখছেন সাংসদদের সঙ্গে কী ঘটছে। আমাদের সকল সাংসদকে আটক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ