প্রয়াগরাজে পথ দুর্ঘটনায় নিহত এক
প্রয়াগরাজ, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । শুক্রবার গভীর রাতে মেভাহাল মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয় । অন্য এক যুবক আহত । শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃতের নাম ঋত
দুর্ঘটনা


প্রয়াগরাজ, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে । শুক্রবার গভীর রাতে মেভাহাল মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয় । অন্য এক যুবক আহত ।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃতের নাম ঋতিকা পুষ্কর (১৮)। তিনি শিবকুটি থানার অন্তর্গত এলাকার গোবিন্দপুরের বাসিন্দা । আহতের নাম প্রিয়ম পুষ্কর। তিনি তেলিয়ারগঞ্জের বাসিন্দা । বাইকে করে তারা তাদের পৈতৃক বাড়ি ফাফামাউ থেকে ফিরছিলেন ।মেভাহাল মোড়ের কাছে একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপতালে নিয়ে যায় । যেখানে চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করে । যুবক এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে । পুলিশ ঘটনার মামলা দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande