আলগাপুরে বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য শিবির ১৫ অক্টোবর
হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরের বারনগদ গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আগামী ১৫ অক্টোবর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এটি হবে হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য মে
আলগাপুরে বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য শিবির ১৫ অক্টোবর


হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরের বারনগদ গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আগামী ১৫ অক্টোবর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এটি হবে হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেঘা স্বাস্থ্য মেলা।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠেয় এই বিশেষ স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য হলো জেলার শূন্য থেকে ১৮ বছর বয়সি শিশুদের নানা ধরনের শারীরিক সমস্যার শনাক্তকরণ, চিকিৎসা ও রেফারেল সুবিধা প্রদান। এতে মোট ৫৯টি ভিন্ন শ্রেণির রোগ চিহ্নিত করা হবে, যার মধ্যে জন্মগত, স্নায়ুবিক, জেনেটিক, অন্তঃস্রাবী, চোখ-কান, রক্ত, লিভার-কিডনি ও অপুষ্টিজনিত সমস্যাগুলি অন্তর্ভুক্ত।

মেগা হেলথ ক্যাম্প তিনটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে (সেপ্টেম্বর-অক্টোবর) অনুষ্ঠিত হবে বিভিন্ন বিধানসভা ভিত্তিক স্ক্রিনিং শিবির। দ্বিতীয় ধাপে নভেম্বর মাসে মেডিক্যাল কলেজে রোগ নিশ্চিতকরণ, এবং তৃতীয় ধাপে ডিসেম্বর মাসে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে রাজ্য বা প্রয়োজনে রাজ্যের বাইরের অনুমোদিত হাসপাতালে।

বিশেষজ্ঞ চিকিৎসা বিভাগসমূহের মধ্যে থাকবে শিশু বিভাগ, মেডিসিন, সার্জারি, নিউরোলজি, কার্ডিওলজি, গাইনোকোলজি, অর্থপেডিক্স, কান-নাক-গলা, চোখের বিভাগ ও আয়ুষ চিকিৎসা। স্বাস্থ্য মেলায় মোট ১০টি রেজিস্ট্রেশন কাউন্টার, ২৫টি বিশেষজ্ঞ চিকিৎসা ইউনিট, একটি সাধারণ চিকিৎসা ইউনিট, একটি ডেন্টাল ইউনিট, একটি আয়ুষ ইউনিট ও ১২টি রেফারেল টিম থাকবে। এছাড়া এসিসিএফ স্ক্রিনিং কাউন্টারও চালু থাকবে।

শিবিরে যে সব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মনে হবে, তাঁদের তথ্য ও লাইভ ফটোগ্রাফ জেলা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী ধাপে নভেম্বর মাসে মেডিক্যল কলেজে তাঁদের পুনঃপরীক্ষা হবে এবং ডিসেম্বর মাসে চিকিৎসা শুরু করা হবে।

উল্লেখ্য, জেলার প্রথম বিধানসভা ভিত্তিক বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছিল গত ২৩ সেপ্টেম্বর কাটলিছড়ায়। সেই শিবিরে মোট ২,১৪৭ জন অংশ নেন এবং ৩৫৯ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন, হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, অতিরিক্ত জেলা কমিশনার (স্বাস্থ্য) এবং শিক্ষা, সমাজকল্যাণ, পিএইচই, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande