দিঘা যাওয়ার রাস্তায় ভেঙে পড়ল ব্রিজ, ছড়ালো চাঞ্চল্য
দিঘা, ১১ অক্টোবর (হি.স.): শনিবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ আচমকাই ভেঙে পড়ল। এ দিন দুপুর প্রায় ১টা নাগাদ ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার ফলে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দিঘা যাওয়ার রাস্তায় ভেঙে পড়ল ব্রিজ, ছড়ালো চাঞ্চল্য


দিঘা, ১১ অক্টোবর (হি.স.): শনিবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ আচমকাই ভেঙে পড়ল। এ দিন দুপুর প্রায় ১টা নাগাদ ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার ফলে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ব্রিজটি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ততম সড়কে অবস্থিত, যা দিঘা ও কলকাতার মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হত। ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande