কলকাতা, ১১ অক্টোবর (হি. স.): সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির উদ্যোগে হাওড়া জেলায় ১৩ অক্টোবর থেকে সোমবার আতসবাজির মেলা বসছে। কালী পুজোকে সামনে রেখে ১৪ অক্টোবর, মঙ্গলবার থেকে বসছে সবুজ আতসবাজির বাজার। সপ্তাহব্যাপী চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কলকাতা পুলিশ এলাকার অধীনে এ পর্যন্ত মোট ৪টি আতসবাজির বাজার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শহীদ মিনার সংলগ্ন ময়দানে বরাবরের মতো বাজার বসতে চলেছে। উত্তর কলকাতার বুকে টালা ময়দানে,
দক্ষিণ কলকাতার বেহালাতে হবে।
চতুর্থ আতসবাজির বাজার বসছে ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠে। উল্লেখ্য,
কলকাতা ময়দানের বাজি বাজারে আপাতত থাকছে ৫০টি দোকান।
টালার ময়দানে ৪৪টি দোকান থাকছে আতসবাজির বাজারে । উত্তরবঙ্গের কোচবিহারেও রাসমেলা মাঠে বসছে সবুজ আতশবাজি মেলা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত