দুর্গাপুর, ১১ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গে মহিলাদদের প্রতি নক্কারজনক ঘটনা দিন দিন বেড়েই চলেছে, ফের গণধর্ষণের ঘটনা রাজ্যে। এবার ঘটনাস্থল দুর্গাপুর। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ। শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী এক ছাত্রর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা