কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : আগামী দুই তিনদিনের মধ্যেই বঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা প্রবল। এই প্রসঙ্গে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানান, দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও সেইসঙ্গে ৩০ - ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সবরকম সম্ভাবনা থাকছে।
প্রসঙ্গতঃ রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও কমবে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের সম্ভাবনা জোরদার হচ্ছে বলে আবহাওয়া বিশ্লেষণে পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য হলেও সম্ভাবনা রয়েছে। ওই বৃষ্টি কিছু এলাকায় কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, সপ্তাশেষে আবহাওয়া পরিবর্তনের বার্তা। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরও কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের প্রস্তুতি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত