গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : আসন্ন কুয়াশাচ্ছন্ন মৌসুমে সুগম ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আগামী ১ ডিসেম্বর থেকে ৩ মার্চ (২০২৬) পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য উত্তর ও পূর্বভারতে কম দৃশ্যমানতার সময় সুরক্ষা, সময়ানুবর্তিতা এবং পরিচালন দক্ষতা বজায় রাখা।
এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে যে সব ট্রেনের পরিষেবা বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস করা হয়েছে সেগুলির তালিকা দিয়েছেন। বাতিলকৃত ট্রেনগুলি যথাক্রমে ১৫৯০৩ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত বাতিল থাকবে। এই ট্রেনের ফেরত যাত্রায় ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ১ মার্চ (২০২৬) পর্যন্ত বাতিল থাকবে। ট্রেন নম্বর ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত এবং ট্রেন নম্বর ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত বাতিল থাকবে।
একইভাবে, ট্রেন নম্বর ১৫৬২১ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত এবং ট্রেন নম্বর ১৫৬২২ আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত বাতিল থাকবে।
যে সব ট্রেনের ফ্রিকোয়েন্সি হ্রাস করা হবে সেগুলি -ট্রেন নম্বর ১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি বুধ এবং রবিবার বাতিল থাকবে। একইভাবে, ট্রেন নম্বর ১২৫০৬ আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি শুক্র ও মঙ্গলবার বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১৫৪৮৩ আলিপুরদুয়ার-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি বুধ এবং শনিবার বাতিল থাকবে। একইভাবে ট্রেন নম্বর ১৫৪৮৪ দিল্লি-আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি শুক্র ও সোমবার বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১২৫২৩ নিউজলপাইগুড়ি-নিউদিল্লি এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি মঙ্গলবার বাতিল থাকবে। একইভাবে ট্রেন নম্বর ১২৫২৪ নিউদিল্লি-নিউজলপাইগুড়ি এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি বুধবার বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় জংশন অবধ আসাম এক্সপ্রেস ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি (২০২৬) পর্যন্ত প্রতি শনিবার বাতিল থাকবে। একইভাবে ট্রেন নম্বর ১৫৯১০ লালগড় জংশন-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস ৯ ডিসেম্বর থেকে ৩ মার্চ (২০২৬) পর্যন্ত প্রতি মঙ্গলবার বাতিল থাকবে।
এই ট্রেনগুলির বাতিলকরণ এবং ফ্রিকোয়েন্সি হ্রাস সম্পর্কিত বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া উত্তরপূর্ব রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হবে। যাত্রা শুরু করার আগে বিস্তারিত তথ্য যাচাই করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস