টোটো নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট রূপরেখার বাস্তবায়নে রাজনীতি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। সোমবার থেকে শুরু হবে লাগামছাড়া টোটোর লাগাম বাধার কাজ। কিন্তু বৃহত্তর কলকাতা ও কিছু জেলায় কত টোটো আ
টোটো নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন


কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট রূপরেখার বাস্তবায়নে রাজনীতি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। সোমবার থেকে শুরু হবে লাগামছাড়া টোটোর লাগাম বাধার কাজ।

কিন্তু বৃহত্তর কলকাতা ও কিছু জেলায় কত টোটো আছে, কেউ জানেনা। প্রায় সর্বত্র বিশেষ উদ্দেশ্যে এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে শাসকদলের স্থানীয় নেতারা। তারা এ ব্যাপারে নিজেদের মুঠো আলগা করে প্রশাসনকে নাক গলাতে দেবে, প্রশ্ন উঠেছে তা নিয়ে।

প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে। পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

পরিবহণমন্ত্রী জানান, টোটোচালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন‌্য আবেদন করতে পারেন, তার জন‌্য প্রত্যেক আরটিও অফিসে শিবির করা হবে। একইসঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে। তবে মন্ত্রীর কথায়, কারও জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ‌্য রেখেই সরকার এই কাজ করবে।

রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে পরিবহণ দফতরে নথিভূক্ত করা হবে। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে। পুলিশ পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande