দুর্গাপুরের ঘটনা নিয়ে বিরোধীরা সরব হওয়ায় মুখ খুললেন শশী পাঁজা
কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): “রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনও মন্তব্য করা উচিত নয়। দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনা নিয়ে বিরোধীরা সরব হওয়ায় মুখ খুললেন শশী পাঁজা।
শশী পাঁজা।


কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): “রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনও মন্তব্য করা উচিত নয়। দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনা নিয়ে বিরোধীরা সরব হওয়ায় মুখ খুললেন শশী পাঁজা।

শশী পাঁজার কথায়, ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছেন। মহিলার উপরে কোনও অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যের। পুলিশের এই তদন্ত চলতে দেওয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

রাজ্য সরকার সহানুভূতি রাখে এবং যারা ভারতীয় জনতা পার্টির যারা এরকম মন্তব্য করছেন তাঁদের বুঝতে হবে এরকমই এক মহিলা শিক্ষার্থীর উপর অপরাধ হল, তাঁকে গায়ে আগুন দিল, মারা গেল। এগুলো হওয়া উচিত নয়। সেখানে বিজেপি সরকার।”

এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন যে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এবং পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। মেয়েটি ওড়িষার বাসিন্দা। তাঁর বাবা-মা এখানে চলে এসেছেন এবং আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকার এবং পুলিশি তদন্তের উপর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande