নয়াদিল্লি, ১১ অক্টোবর, (হি.স.): “তালিবানরা আসলে মেয়েদের মানুষ বলে মনে করে না, সেই কারণেই সাংবাদিক সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।” দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকরা আমন্ত্রণ পাননি। এই ঘটনায় আফগানিস্তানের তালিবান শাসকদের বিরুদ্ধে এই ভাষায় এক্স হ্যান্ডেলে গর্জে উঠলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
এদিন আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে যে পুরুষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন, তাঁদেরও কড়া সমালোচনা করেন লেখিকা। সমাজমাধ্যমে তসলিমা লিখেছেন, “তালিবানরা ইসলামে বিশ্বাস করেন, সেখানে মহিলাদের ঘরে থাকার নিদান দেওয়া হয়েছে। আশা করা হয় যে তাঁরা সন্তান ধারণ করবে এবং স্বামী ও সন্তানদের সেবা করবেন।”
পুরুষদের সাংবাদিকদের তোপ দেগে তসলিমা বলেন, “পুরুষ সাংবাদিকদের মধ্যে যদি বিন্দুমাত্র বিবেক থাকত, তাহলে তাঁরা সংবাদিক সম্মেলন থেকে ওয়াক আউট করত।” যখন দিল্লির বিরুদ্ধে তালিবান তোষণের অভিযোগ উঠছে, সেই সময় তসলিমা নাসরিনের বক্তব্য, “জঘন্য নারী বিদ্বেষের উপর নির্মিত একটি রাষ্ট্র, একটি বর্বর রাষ্ট্র। কোনও সভ্য জাতির এদের স্বীকৃতি দেওয়া উচিত নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত