স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহশিক্ষকের
পশ্চিম বর্ধমান, ১১ অক্টোবর, (হি.স.): হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। কী কারণে এই ঘটনা, তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম মুকুল কর। প্রৌঢ় দুর্গাদাস করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ
স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহশিক্ষকের


পশ্চিম বর্ধমান, ১১ অক্টোবর, (হি.স.): হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। কী কারণে এই ঘটনা, তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম মুকুল কর। প্রৌঢ় দুর্গাদাস করকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ধোবিঘাট এলাকার একটি বাড়িতে থাকতেন ওই প্রৌঢ় দম্পতি। শুক্রবার রাতে সম্ভবত পেশায় গৃহশিক্ষক দুর্গাদাস করের সঙ্গে তাঁর স্ত্রী মুকুলের ঝগড়া হয়েছিল। সেসময়ই ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’ করেন ওই প্রৌঢ়।

রাতে স্থানীয় থানায় গিয়ে স্ত্রীকে খুনের কথা বলে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে কিছুটা হতবাক হয়েছিলেন পুলিশ কর্মী-আধিকারিকরা। এরপর দুর্গাদাস করকে পুলিশ সঙ্গে নিয়ে ওই বাড়িতে হাজির হয়। দেখা যায় ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী মুকুল কর।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande